ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদগঞ্জে ভুয়া চক্ষু চিকিৎসকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
ফরিদগঞ্জে ভুয়া চক্ষু চিকিৎসকের কারাদণ্ড

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে সনদপত্র না থাকায় নজরুল ইসলাম(২৭) নামে এক ভুয়া চক্ষু চিকিৎসককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভুঁঞা এ দণ্ডাদেশ দেন।



নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভুঁঞা বাংলানিউজকে বলেন, উপজেলা পরিষদের সামনে ‘চশমা সেন্টারে’ দীর্ঘদিন ধরে নজরুল ইসলাম ৩শ’ টাকা ফি নিয়ে রোগীর চিকিৎসা দিয়ে আসছিলেন। চিকিৎসক হিসেবে তার কোনো প্রাতিষ্ঠানিক সনদ না থাকলেও তিনি চিকিৎসাপত্রে নিজেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দিতেন।

চক্ষু চিকিৎসক হিসেবে সাইনবোর্ডে যেসব অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন, সে সংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তার যত ডিগ্রি উল্লেখ করা হয়েছে তার সব কটিই ভুয়া।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বাংলানিউজকে জানান, দণ্ডপ্রাপ্ত চিকিৎসককে শনিবার(৬ ফেব্রুয়ারি) সকালে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।