ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শনিবার চাঁদপুরে যাচ্ছেন শিক্ষামন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
শনিবার চাঁদপুরে যাচ্ছেন শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলায় শনিবার (৬ ফেব্রুয়ারি) যাচ্ছেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এদিন সকাল সাড়ে ১০টায় কচুয়া মুনসুর উদ্দীন মহিলা কলেজের ২০১৫ সালের উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।



বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম হোসেন।

কলেজের অধ্যক্ষ তাপস কুমার দত্ত বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।