ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে বিয়ারসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
লক্ষ্মীপুরে বিয়ারসহ আটক ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ৩৮৪ ক্যান বিয়ারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এসময় বিয়ার বহনকারী একটি পিকআপভ্যানও জব্দ করা হয়।

 

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব নন্দনপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে শহীদ উল্লাহ, একই গ্রামের মৃত হোসেন আহাম্মদের ছেলে ইব্রাহীম ও পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের তোফায়েল আহাম্মদের ছেলে ইউছুফ।

লক্ষ্মীপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।