ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৪

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
রূপগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৪

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারী ইউপি সদস্যসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।



শুক্রবার(০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ইউপি সদস্য শিল্পী বেগম, অনিক মিয়া, শাহাদাত মিয়া, জামিল আক্তার, কলি আক্তার, শাহজালাল, জসিম, খালেক, মিল্লাত, দেলোয়ার হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বিয়ে পড়ানোকে কেন্দ্র করে কাজী মাসুম মিয়া ও আরেক কাজী শাহজাহানের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হয়। দুই দফা সংঘর্ষে স্থানীয় ইউপি সদস্যসহ দুইপক্ষের অন্তত ১৪ জন আহত হন। পরে ভুলতা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুলতা পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।