ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
মিরপুরে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বাসের ধাক্কায় হান্নান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের চালক বা হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি।



শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রাস্তা পার হওয়ার সময় শ্যামলী থেকে আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী অভিজাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস হান্নানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার বাংলানিউজকে বিষয়টি জানান।

বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এসজেএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।