ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শনিবার ঢাকা আসছেন ওয়াটার এইড’র ট্রাস্টি বোর্ডের সিইও

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
শনিবার ঢাকা আসছেন ওয়াটার এইড’র ট্রাস্টি বোর্ডের সিইও বারবারা ফ্রস্ট

ঢাকা: আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ওয়াটার এইড’র চিফ এক্সিকিউটিভ বারবারা ফ্রস্ট ৬ দিনের সফরে শনিবার (৬ ফেব্রুয়ারি)  ঢাকা আসছেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে থাকবেন ট্রাস্টি বোর্ডের চেয়ার টিম ক্লার্ক এবং ট্রাস্টি অ্যানা সিগাল।


 
সফরকালে তারা ওয়াটার এইড বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন; যার মূল লক্ষ্যই শহরের বস্তি ও গ্রামের সুবিধাবঞ্চিত মানুষকে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন সুবিধার অন্তর্ভুক্ত করা।

পাশাপাশি তারা সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তা, দাতা সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে এসডিজি অর্জনের চ্যালেঞ্জ নিয়েও বৈঠক করবেন।

সফরে তারা ওয়াটার এইড বাংলাদেশ’র আগামী পাঁচ বছরের (২০১৬-২০২১) জন্য নতুন কর্মকৌশলের উদ্বোধন করবেন। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) থেকে টেকসই উন্নয়ন লক্ষ্যে (এসডিজি) পদার্পণের ক্ষণে এ কর্মকৌশল সার্বিক উন্নয়নে এবং এসডিজি অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করবে।

বারবারা ফ্রস্ট ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ওয়াটার এইড ইউকে’র চিফ এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনের পর থেকে তিনি শীর্ষস্থনীয় এই সংস্থাটির কার্যক্রম ১৫টি দেশ থেকে বৃদ্ধি করে এশিয়া ও আফ্রিকার ২৭টি দেশে নিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ০৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।