ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে ব্রিকফিল্ডে আগুনে পুড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
মাধবপুরে ব্রিকফিল্ডে আগুনে পুড়ে শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শ্যাওলিয়া ব্রিজ এলাকার সোনাই ব্রিকফিল্ডের চুল্লীর আগুনে পুড়ে রতন বেপারি (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৮টায় মাধবপুর-হরষপুর আঞ্চলিক সড়কের শ্যাওলিয়া ব্রিজ এলাকার পাশের সোনাই ব্রিকফিল্ডে এ দুর্ঘটনা ঘটে।



নিহত রতন বেপারি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার পশ্চিম মাথুরাকালি গ্রামের আফজল বেপারির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রতন বেপারি মাধবপুর পৌরসভা মেয়র হীরেন্দ্র লাল সাহার ছোট ভাই পংকজ সাহার মালিকানাধীন সোনাই ব্রিকফিল্ডের শ্রমিক ছিলেন।

রাতে ব্রিকফিল্ডের চুল্লীতে তিনি লাকড়ি দিতে যান। এ সময় অসাবধানবশত চুল্লীতে পড়ে দগ্ধ হন। সঙ্গে সঙ্গে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে মাধবপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

এ ব্যাপারে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, অসাবধানবশত ইটভাটার চুল্লীতে পড়ে শ্রমিক রতন বেপারির মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।