ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রাক চাপায় নারী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
রাজধানীতে ট্রাক চাপায় নারী নিহত ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর সবুজবাগ মাদারটেক চৌরাস্তা এলাকায় ট্রাক চাপায় অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



পরে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে শনিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজধানীর সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি আরও জানান, নিহত ওই নারীর আনুমানিক বয়স ৬০ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় ট্রাক ও  ট্রাকচালককে আটক করা হয়েছে বলেও জানান সাজ্জাদ হোসেন।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এজেডএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।