ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সূবর্ণচরে স্ত্রী-শিশুপুত্রকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
সূবর্ণচরে স্ত্রী-শিশুপুত্রকে কুপিয়ে হত্যা

নোয়াখালী: নোয়াখালীর সূবর্ণচর উপজেলার ২নম্বর চরবাটা ইউনিয়নে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী-শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী।

ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক স্বামী সঞ্জয় চন্দ্র দেবনাথসহ তিন জনকে আটক করেছে।



শনিবার (০৬ ফেব্রুয়ারি) ভোর রাতে ইউনিয়নের শিবচরণ গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার ২নম্বর চরবাটা ইউনিয়নে শিবচরণ গ্রামের সঞ্জয় চন্দ্র দেবনাথের স্ত্রী লাকী রানী দেবনাথ (২২) ও শিশুপুত্র হরিসেন দেবনাথ (০২)।

স্থানীয়রা বাংলানিউজকে জানায়, বিয়ের পর থেকেই প্রায় সঞ্জয় ও লাকীর মধ্যে পারিবারিক বিরোধের জের ধরে দাম্পত্য কলহ লেগে থাকতো।

শুক্রবার দিনগত রাতে তাদের মধ্যে পুনরায় দাম্পত্য কলহের জের ধরে ঝড়গা-বিরোধ দেয়। এরই একপর্যায়ে স্বামী সঞ্জয় চন্দ্র শনিবার ভোর রাতের কোনো এক সময় তার স্ত্রী ও শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করে।

পরে দুই মৃতদেহ বাড়ির পেছনের লুকিয়ে রাখতে গেলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘাতক সঞ্জয় চন্দ্রসহ তার দুই সহযোগীকে আটক করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করেছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।