ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষে চালক নিহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
সৈয়দপুরে ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষে চালক নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ট্রাকের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে মেরাজুল ইসলাম (২০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।



শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সৈয়দপুর শহরের বাইপাস সড়কের মনছুর ইটভাটা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
শনিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে নিহত ট্রাক্টর চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত মেরাজুল দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হয়রতপুর গ্রামের আবুল মিয়ার ছেলে।

এ ঘটনায় আহত এনামুল হোসেন (৪০) ও বাদশা (২৯) একই উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তাদের উদ্ধার করে স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পাথরভর্তি একটি ট্রাক নীলফামারীর দিকে যাচ্ছিল। একই সময়ে সৈয়দপুর থেকে একটি ট্রাক্টর পার্বতীপুর যাওয়ার পথে শহরের বাইপাস সড়কের মনছুর ইটভাটা সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক মেরাজুলের মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।