ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ার কারখানায় আগুন, আহত সাত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
আশুলিয়ার কারখানায় আগুন, আহত সাত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া(ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি পোশাক তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছে অন্তত সাতজন।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে আশুলিয়ার গণবিশ্ববিদ্যালয় সংলগ্ন টাকসুর এলাকা অবস্থিত জিন্সটাউন নামের পোশাক তৈরির কারখানায় এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হঠাৎ করে কারখানায় আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই গ্রাস করে নেয় কারখানার গুদামে রাখা সমস্ত কাঁচামাল ও মূল্যবান মালামালকে।

আগুনের খবর পেয়ে প্রথমে  ডিইপিজেড (ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও পরে ধামরাইসহ পার্শ্ববর্তী এলাকার আরো ৫টি ইউনিট যোগ দেয় অগ্নিনির্বাপণে।

প্রায় ঘণ্টাখানিক প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। কিন্তু ততক্ষণে পুড়ে যায় কারখানার উৎপাদিত মালামাল ও কাঁচামাল। আগুনের কারণ নিশ্চিত করে জানাতে পারেনি দমকল কর্মীরা।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান,কারণ খুঁজে বের করার জন্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষও ক্ষয়ক্ষতির বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা,ফেব্রুয়ারি ০৬,২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।