ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় দেশটাকে পরিষ্কার করি দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
বরগুনায় দেশটাকে পরিষ্কার করি দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: সামাজিক সংগঠন পরিবর্তন চাই- এর উদ্যোগে সারাদেশের সঙ্গে একযোগে বরগুনায়ও ‘দেশটাকে পরিষ্কার করি দিবস’ উদযাপন করা হয়েছে।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বরগুনার টাউন হল চত্বরে দিবসটির শুভ উদ্বোধন করেন পৌরসভার মেয়র শাহাদাত হোসেন।



পরে বিভিন্ন দলে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

পরিবর্তন চাই বরগুনা জেলা কমিটির সভাপতি সুমন সিকদারের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাসানুর রহমান ঝন্টু, সোসাল ডেভেলপমেন্ট ওয়ার্কার ফোরামের সংগঠক সুজন শীল, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গৌতম হাওলাদার, পরিবর্তন চাই বরগুনা জেলা কমিটির টিম লিডার জাহিদ হাওলাদার, মহিউদ্দিন অপু, সুরঞ্জিত রায় প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বরগুনা পৌরসভার মেয়র শাহাদাত হোসেন সমাজের সব স্তরের মানুষকে দেশ পরিষ্কারে আহ্বান জানিয়ে বলেন, পরিবর্তন চাই সংগঠনের এ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। এ পরিষ্কার অভিযান শহরের সব ওয়ার্ডে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

দেশটাকে পরিষ্কার করি দিবসে বরগুনা প্রেসক্লাব, বরগুনা অনলাইন জার্নালিস্ট ফোরাম, বরগুনা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, সোসাল ডেভেলপমেন্ট ওয়ার্কার ফোরামসহ শতাধিক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।

পরিবর্তন চাই সংগঠনের উদ্যোগের দ্বিতীয়বারের মতো দেশের ৬৪ জেলায় এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে ‘দেশটাকে পরিষ্কার করি দিবস’ পালন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।