ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আটোয়ারীতে ট্রাক্টরের ধাক্কায় প্রতিবন্ধী যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
আটোয়ারীতে ট্রাক্টরের ধাক্কায় প্রতিবন্ধী যুবক নিহত

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মোকলেছুর রহমান (৩৫) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তোড়িয়া ইউনিয়নের শুখ্যাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত মোকলেছুর একই উপজেলার ধামোর ইউনিয়নের ফতেপুর এলাকার পসির উদ্দিনের ছেলে।
 
তোড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফখরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে মোকলেছুর সিএসজিচালিত অটোরিকশায় করে আটোয়ারী উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে শুখ্যাতি এলাকায় পেছন থেকে একটি ট্রাক্টর তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে ট্রাক্টরের বাম্পারের সঙ্গে ধাক্কা লেগে মাথায় প্রচণ্ড আঘাত পান।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, মোকলেছুরকে গুরুতর আহত অবস্থায় আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।