ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

উত্তুরে হাওয়ার দাপট শেষ, তাপমাত্রা বাড়ছে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
উত্তুরে হাওয়ার দাপট শেষ, তাপমাত্রা বাড়ছে ছবি: দীপু মালাকার/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শীত বুড়ির হম্বিতম্বি শেষ। দাপট হারিয়েছে উত্তুরে হাওয়া।

ফালগুন শুরুর সপ্তাহ খানেক আগেই তাই শরীর জুড়াতে শুরু করেছে বসন্তের বাতাস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, এখন থেকে তাপমাত্রা প্রতিদিনই বাড়বে।

যদিও আরো ক’টা দিন হঠাৎ করেই সূর্যের ঝলমলে হাসিতে বাগড়া দিতে পারে বেরসিক মেঘ। মন খারাপ হতে পারে আকাশের। কিন্তু মনের সেই মেঘ বৃষ্টি হয়ে ঝরার সম্ভাবনা কম। হলেও এ মৌসুমে তাপমাত্রা আর কমবে না তাতে।

শনিবার দুপুর ২টায় রোদে ঝলমল করছিলো রাজধানী ঢাকায় আকাশ। তাপমাত্রা ছিলো ২৩.৩৪ ডিগ্রি সেলসিয়াস। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসের আদ্রতা ছিলো ৫৯ শতাংশ।

কিন্তু রোববার থেকে এই তাপমাত্রা বাড়তে বাড়তে বুধবার নাগাদ ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছুবে। আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক।

শনিবার দুপুরে উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে রাজধানীতে আসা বাতাসের গতিবেগ ৬ কিলোমিটার থেকে ১২ কিলোমিটারের মধ্যে ওঠানামা করছিলো।

চলতি মৌসুমে রাজধানীতে খুব একটা সুবিধা করতে না পারলেও দেশের বিভিন্ন এলাকায় দফায় দফায় জেঁকে বসেছিলো শীত। হিমালয় ছুঁয়ে আসা শীতল বাতাসও ছড়িয়েছিলো কনকনে হিম। সর্বশেষ গেলো সপ্তাহেও শীতে কেঁপেছিলো সারা দেশ।

কিন্তু প্রকৃতিতে এখন বসন্তের আগমন ধ্বনি। ফালগুনের মাতাল হওয়ায় সব হিম আঁচলে বেঁধে শীত বুড়ি সটকে পড়লো বলে।    

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।