ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাদুল্যাপুরের ধাপেরহাট ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
সাদুল্যাপুরের ধাপেরহাট ইউপি চেয়ারম্যান বরখাস্ত শহিদুল ইসলাম শিপন

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ৬নং ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব শরীফা আহমেদ স্বাক্ষরিত এক আদেশে তাকে বরখান্ত করা হয়।



শনিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সালেহা খাতুন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম শিপনের বিরুদ্ধে ইউনিয়নের ভূমি অফিসের ভেতরে অবস্থিত একটি পুরাতন ড্রেনের ১৮০০ ইট অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগ ছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়।

সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আলম মামুন বাংলানিউজকে জানান, সাময়িক বরখাস্তের আদেশ তার কার্যালয়ে এসে পৌঁছেনি। আদেশের কপি পেলে সংশ্লিষ্ট ইউপি কার্যালয়ে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।