ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে বিজিবি’র ভুয়া সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
বেনাপোলে বিজিবি’র ভুয়া সদস্য আটক ছবি: প্রতীকী

বেনাপোল(যশোর): যশোরের বেনাপোলে রাজ কুমার সরকার(৩৪) নামে  বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) এক ভুয়া সদস্যকে আটক করেছে বিজিবি।

শনিবার(০৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বেনাপোলের ভবারবেড় গ্রাম থেকে তাকে আটক করা হয়।



রাজ কুমার রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ভি মাগুরা গ্রামের অশোক কুমারের ছেলে।

বিজিবি জানায়, ওই যুবক বিজিবি সদস্য পরিচয়ে বেশ কিছুদিন ধরে ভবারবেড় গ্রামের মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিলেন। সকালে চাঁদাবাজির সময় তার আচরণ রেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা ভবারবেড় গ্রাম থেকে তাকে আটক করে।

২৬ ব্যাটালিয়নের বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার আইয়ুব হোসেন সকাল ১১টায় বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, তাকে পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।