ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাহুবলে বাস চাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
বাহুবলে বাস চাপায় শিশুর মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় একটি যাত্রীবাহী বাস চাপায় সিজান আহমেদ নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার মিরপুর মাছবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।



সিয়াম চুনারুঘাট উপজেলার দূর্গাপুর (নোয়াগাঁও) গ্রামের আব্দুর রহমানের ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বাংলানিউজকে জানান, ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের একটি বাস সিয়ামকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী আধা ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে, তবে চালক পালিয়ে যায়। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।