ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফুলছড়িতে ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
ফুলছড়িতে ইয়াবাসহ যুবক আটক ছবি: প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলা থেকে প্রায় দেড়হাজার পিস ইয়াবাসহ ছালাম শিকদার (২৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রসূলপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

ছালাম ওই গ্রামের হাফিজার রহমানের ছেলে।

র‌্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান বাংলানিউজকে বলেন, ছালাম শিকদার একজন চিহ্নিত মাদক বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৪৮০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।