ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে রেলওয়ে শ্রমিকলীগের সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
রাজবাড়ীতে রেলওয়ে শ্রমিকলীগের সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ (বি-৩২০) রাজবাড়ী জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেরা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়।



প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন- বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি ও জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির।

এতে প্রধান বক্তা ছিলেন, রেলওয়ে শ্রমিকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাবিবুর রহমান আকন্দ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌরসভার নবনির্বাচিত মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ফকীর আব্দুর জব্বার।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার সাইফ উদ্দিন হাবিব, বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল করিম, এ.কে.এম.আ. ছাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মোখছেদুল মোমিন, শেখ লোকমান হোসেন, সহ-সাধারণ সম্পাদক শুভ্র কান্তি রায় বিজয়, সাংগঠনিক সম্পাদক মো. হায়দার আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সিরাজুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আজিজুল হক আজিজ, রাজবাড়ী জেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. সরওয়ার আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।