ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের দায়ে রিকশাচালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
মানিকগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের দায়ে রিকশাচালক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার গাজী নবগ্রাম এলাকায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে আব্দুর রাজ্জাক (৩২) নামে এক রিকশাচালককে আটক করেছে পুলিশ।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়।

রাজ্জাক নবগ্রাম পালপাড়া এলাকার মৃত মফজেল মোল্লার ছেলে।  

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে স্কুলে যাওয়ার পথে রাজ্জাক মেয়েটিকে একটি ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করেন। পরে স্থানীরা মেয়েটিকে উদ্ধার করেন।

খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে রাজ্জাককে আটক করে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।