ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে অগ্নিদগ্ধ বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
দৌলতপুরে অগ্নিদগ্ধ বৃদ্ধার মৃত্যু

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে ফুলজান বেগম (৭০) নামে এক বৃদ্ধা মারা গেছেন।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে ফুলজান মারা যান।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার বিলপাড়া এলাকায় অগ্নিদগ্ধ হন তিনি।

ফুলজান বেগম ওই এলাকার মৃত ঈমান আলীর স্ত্রী।

এ প্রসঙ্গে ফুলজান বেগমের নাতি কিরন শেখ বাংলানিউজকে জানান, রাতে কুপি জ্বালানোর সময় কাপড়ে আগুন ধরে ফুলজান বেগমের শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। শনিবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।