ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিচারপতিদের চায়ের দাওয়াত পরিহার করার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
বিচারপতিদের চায়ের দাওয়াত পরিহার করার আহ্বান ছবি : শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিচারপতিদের চায়ের আমন্ত্রণ পরিহার করার আহ্বান জানিয়ে বিচারপতি আব্দুল মতিন বলেছেন, আর চায়ের দাওয়াত নয়, আর ডিনার পার্টি নয়। বিচারপতিরা যদি চায়ের দাওয়াতে যান তাহলে স্বাধীনতা থাকে না।


 
শনিবার (০৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বিচার বিভাগের স্বাধীনতা ও কাযর্কারিতা নিশ্চিতের লক্ষ্যে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে একথা বলেন বিচারপতি আব্দুল মতিন।
 
সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সুজন সভাপতি এম হাফিজউদ্দিন খানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজন নির্বাহী সদস্য ড. শাহদীন মালিক।
 
অন্যদের মধ্যে আলোচনা করেন- বিচারপতি আব্দুল মতিন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুজন’র নির্বাহী সদস্য ড. তোফায়েল আহমেদ, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক আসিফ নজরুল, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী প্রমুখ।
 
নাম না উল্লেখ করে বিচারপতি আব্দুল মতিন বলেন, একজন বিচারপতি চায়ের দাওয়াত পেলেন, পরে তিনি বলতে শুরু করলেন, আরে আমিতো ঘুষ খাই না, আমাকে দাওয়াত দিয়েছে! এরপর সেই বিচারপতি গেলেন দাওয়াত খেতে। পরে তাকে বলা হলো, আপনি সবই ভালো লিখছেন, কিন্তু অন্তবর্তীকালীন শব্দটি আর লিখবেন না। তাহলে স্বাধীনতা থাকলো কোথায়?
 
‘তাই বলছি, আর চায়ের দাওয়াত বা ডিনার পার্টিতে নয়। বিচার বিভাগকে নিরপেক্ষ রাখতে হলে বিচারক নিয়োগ প্রক্রিয়া যোগ্যতার ভিত্তিতে হতে হবে। বিচারক নিয়োগ করার প্রক্রিয়া সংবিধানের ৯৫ (২)(গ) ধারায় উল্লেখ রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এমআইএইচ/এসএম/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।