ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে সংস্কারের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
ময়মনসিংহে সংস্কারের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর ৬নং ওয়ার্ডের মাজার শরীফ রোড ও এসএ সরকার রোডের সংস্কার দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয় এলাকাবাসী।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টা সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।



পরে ৬নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু এসে মোবাইল ফোনে পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটুকে বিষয়টি জানালে মেয়র সড়ক সংস্কারের আশ্বাস দেন। পরে স্থানীয় এলাকাবাসী অবরোধ তুলে নেন।

স্থানীয় বাসিন্দা শহীদুল ইসলাম, আফছর উদ্দিন, রাজু ও প্রিন্স অভিযোগ করেন, ওই দু’টি সড়ক দীর্ঘদিন ধরে বেহাল ও চলাচলের অনুপযোগী। বার বার এ দু’টি সড়ক সংস্কারের দাবি জানিয়ে এলেও কোনো কাজ হয়নি। ফলে দুর্ভোগ সঙ্গী করেই এখানে পথ চলতে হয়।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘন্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।