ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহের কালীগঞ্জে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
ঝিনাইদহের কালীগঞ্জে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার কালিগঞ্জে ছাদ থেকে পড়ে রাজন হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে সকাল ১০টার দিকে রাজন বাড়ির ছাদে খেলার সময় নিচে পড়ে যায়।

রাজন কালিগঞ্জ বাবরা গ্রামের মিন্টু মণ্ডলের ছেলে।

রাজনের চাচা রাসেল বাংলানিউজকে জানান, ছাদ থেকে পড়ে গুরতর আহত হলে রাজনকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক যশোরে স্থানান্তর করার পরামর্শ দেন। দুপুরে যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজনকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।