ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বাসের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
আশুলিয়ায় বাসের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

আশুলিয়া (ঢাকা): নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ায় চলন্ত বাসের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় আশুলিয়া থানা পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, দূরপাল্লার একটি বাসের ছাদে থাকা কাঠের টেবিল ধরে যাচ্ছিলেন ওই যুবক। নিয়ন্ত্রণ হারিয়ে ছাদ থেকে টেবিলের একটি অংশসহ রাস্তায় ছিটকে পরেন ওই যুবক। এসময় পেছন থেকে আসা দ্রুতগামী অপর একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে তার আনুমানিক বয়স ৩২ থেকে ৩৫ বছর।

এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
আরএইচএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।