ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে পরিচ্ছন্নতা অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
বান্দরবানে পরিচ্ছন্নতা অভিযান ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: ‘দেশটাকে পরিষ্কার করি’ স্লোগানে বান্দরবানে পালিত হয়েছে পরিচ্ছন্নতা অভিযান।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ‘পরিবর্তন চাই’ সংগঠনের ব্যানারে দেশের অন্যান্য স্থানের মতো বান্দরবানে এ অভিযান চালানো হয়।



বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর নেতৃত্বে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চ থেকে পৌরসভা কার্যালয় পর্যন্ত অভিযানে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক উল্লা, পৌরসভার কাউন্সিলর দিলীপ বড়ুয়া, অজিত দাশ, থুইসিংপ্রু লুবু, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ নানান শ্রেণি-পেশার প্রায় দেড়শ স্বেচ্ছাসেবক অংশ নেন।

অভিযানে পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী বলেন, একটি পর্যটন নগরী হিসেবে বান্দরবানকে গড়ে তুলতে হলে দূষণমুক্ত পরিবেশের কোনো বিকল্প নেই।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।