ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় বাসের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
পাবনায় বাসের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

পাবনা: পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার কুচিয়ামোরা মোড় এলাকায় বাসের ধাক্কায় ছকিনা বেওয়া (৬৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে পাবনা-নগরবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।



মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ উপ পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে নগরবাড়ি থেকে একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে পাবনার দিকে যাচ্ছিল। বাসটি পাবনা-নগরবাড়ী সড়কের কুচিয়ামোরা এলাকায় ওই নারী রাস্তা পার হওয়ার সময় বাসটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে বাসটি দ্রুত চলে যাওয়ায় কেউ নাম বলতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।