ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পরিচয়পত্র পেলেন মধুপুরের ৮ শতাধিক জেলে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
পরিচয়পত্র পেলেন মধুপুরের ৮ শতাধিক জেলে

মধুপুর(টাংগাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলা মৎস্য কার্যালয় ৮ শতাধিক মৎস্যজীবীর মাঝে পরিচয়পত্র বিতরণ করেছে।

মৎস্যজীবী নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান সংক্রান্ত সরকারি প্রকল্পের আওতায় উপজেলা কার্যালয় তাদের মাঝে এ পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।



শনিবার (৬ ফেব্রুয়ারি)সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে মৎস্যজীবীদের মাঝে এ পরিচয়পত্র বিতরণ করেন সাবেক খাদ্যমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড.আব্দুর রাজ্জাক এমপি।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকতা(ইউএনও) রমেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু।

সেখানে উপস্থিত ছিলেন-মধুপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মাসুদ পারভেজ, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর মন্টু, আলোকদিয়া ইউপি চেয়ারম্যান কোরবান আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।