ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
লক্ষ্মীপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: ‘দেশটাকে পরিষ্কার করি’ স্লোগানকে সামনে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পালিত হয়েছে।  

লক্ষ্মীপুরের সামাজিক সংগঠন পরিবর্তন চাই এর  উদ্যোগে শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর শহরের বিভিন্ন বাসা, অফিসের সামনে ও উন্মুক্তস্থানে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেন স্বেচ্ছাসেবকরা।



এসময় লক্ষ্মীপুরের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা পরিষ্কার করার কাজে অংশ নেন। সঙ্গে ছিলেন শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. বাবুল, মনির ফরহাদ, ফাহাদ ও শুভ প্রমুখ।

আয়োজকরা বলেন, এখন থেকে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম শনিবার দিবসটি উদযাপন করা হবে। দেশটাকে পরিষ্কার রাখা নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব। ক্রমবর্ধমান উন্নয়নের সঙ্গে তাল রেখে দেশকে আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।