ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে নগর পরিষ্কার অভিযানে মেয়র ঝন্টু

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
রংপুরে নগর পরিষ্কার অভিযানে মেয়র ঝন্টু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: রংপুর নগরীতে পরিষ্কার অভিযানের উদ্বোধন করেছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।



এরআগে নির্দিষ্ট স্থানে রাখা ডাস্টবিনে ময়লা ফেলতে শপথ নেন কয়েকশ শিক্ষার্থী।

এ সময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ, দোকান মালিক ব্যবসায়ী সমিতির সম্পাদক রেজাউল ইসলাম মিলন প্রমুখ।

পরে গ্রিন সিটি, বেরোবি ফটোগ্রাফি ক্লাব, রংপুর ট্যুরিস্ট ক্লাব, রংপুর নগর সন্তান, রক্তদাতাদের সংগঠন বাঁধন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজের কয়েকশ শিক্ষার্থী ও সদস্য দুপুর ১টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালান।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।