ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে স্কুলছাত্রী হত্যার বিচার চেয়ে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
গৌরনদীতে স্কুলছাত্রী হত্যার বিচার চেয়ে মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী কবিতা আক্তারের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের টরকী বন্দর বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।



পরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কবিতার স্বজনেরা মহাসড়কে বিক্ষোভ করেন।

এদিকে, মানববন্ধনে একাত্মতা জানিয়ে অংশ নেন বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতারা, স্থানীয় গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধানডোবা, পালরদী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকেরা।

মানববন্ধনে টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ওই স্কুলের প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক আরিফ হোসেন, ধানডোবা স্কুলের প্রধান শিক্ষক মানিক হাসান, আখতারুন্নেছা স্কুলের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান তালুকদার, সহকারী শিক্ষক মোঃ ইদ্রিস হোসেন, চাঁদশী স্কুলের সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, পালরদী স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক ইলিয়াস হোসেন, নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুদাম পাল, আসকের  বরিশালের নির্বাহী পরিচালক কাজী আল আমিন, মৃত কবিতার মামা শিক্ষক বি এম ইউনুস আলী প্রমুখ।

গত রোববার প্রেমঘটিত ঘটনায় কবিতাকে অপহরণ করা হয়। দুইদিন পর বাড়ির পাশের একটি ডোবায় হাত ও কোমরে পাথর বাঁধা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় মামলা হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।