ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে অটোরিকশা ছিনতাইকালে আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
শাহজাদপুরে অটোরিকশা ছিনতাইকালে আটক ৩ ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইকালে ৩ যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় ছিনতাইকারীদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।



শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া নগরবাড়ী মহাসড়কে শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ডের পূর্বপাশ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর এলাকার খোরশেদ আলমের ছেলে আরিফুল ইসলাম (৩০), একই উপজেলার আলোকদিয়ার গ্রামের মৃত কেয়াম প্রামাণিকের ছেলে সোহেল রানা (২৪) ও মৃত খলিলুর রহমান সরদারের ছেলে নয়ন সরদার (৩০)।

বিকেলে সাড়ে ৩টার দিকে র‌্যাব-১২’র  কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলেন অটোরিকশা চালক নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাচকৈড় গ্রামের মৃত তমেজ উদ্দিনের ছেলে নজিবর রহমান (৫৮) উপস্থিত ছিলেন।  

তিনি জানান, দুপুরে শাহজাদপুরের সরিষাকৈল গ্যাস ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে ফেরার পথে যাত্রীবেশে ৩ ছিনতাইকারী তার গাড়িতে ওঠে। কিছুদূর যাওয়ার পর দুটি মোটরসাইকেলে আরও দুই ছিনতাইকারী অটোরিকশার পিছু নেয়। এক সময় তাকে নামিয়ে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা। এ সময় মহাসড়কে টহলরত র‌্যাবের গাড়ি থামিয়ে তাদের সাহায্য চাইলে র‌্যাব সদস্যরা অটোরিকশাটি ধাওয়া করে বিসিক বাসস্ট্যান্ডের পূর্বপাশ আটক করে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।