ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

১৯ ফেব্রুয়ারি ঢাকায় বসছে দক্ষিণ এশীয় সাংস্কৃতিক কনভেনশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
১৯ ফেব্রুয়ারি ঢাকায় বসছে দক্ষিণ এশীয় সাংস্কৃতিক কনভেনশন ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বর্তমান বিশ্বব্যবস্থায় কর্পোরেট পুঁজির অসুস্থ প্রতিযোগিতার ফলে স্বাধীনভাবে মতপ্রকাশ এবং কাজের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এর বিরুদ্ধে সামগ্রিক লড়াইয়ের বিকল্প নেই।

এ লক্ষ্যে আগামী ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে শুরু হবে তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় সাংস্কৃতিক কনভেনশন।
 
শনিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
 
উদীচীর সভাপতি কামাল লোহানী বলেন, ১৯৬৮ সালের ২৯ অক্টোবর সংগ্রামী শিল্পী-সাহিত্যিক-সাংবাদিক-কৃষক নেতা সত্যেন সেন ও রণেশ দাশগুপ্তের নেতৃত্বে উদীচী প্রতিষ্ঠিত হয়। জন্মলগ্ন থেকেই একটি অসাম্প্রদায়িক, মৌলবাদমুক্ত, সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে নিরন্তর কাজ করে যাচ্ছে উদীচী। একইসঙ্গে বিভিন্ন ধারা ও ধরনের সংস্কৃতির সংরক্ষণ, প্রচার ও প্রসারে নিজেদের নিয়োজিত করেছেন উদীচীর শিল্পী-কর্মীরা।
 
সেই সামগ্রিক লড়াইয়ের ধারাবাহিকতায় আয়োজিত নানা কর্মসূচির পরিকল্পনা তুলে ধরে কামাল লোহানী বলেন, আগামী ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি ‘সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় সাংস্কৃতিক কনভেনশন’ এর আয়োজন করা হয়েছে। প্রবীণ কমিউনিস্ট নেতা জসিম উদ্দিন মন্ডল এ কনভেনশনের উদ্বোধন করবেন।
 
উদ্বোধনের পর তিনদিন ধরে দক্ষিণ এশিয়ায় সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সাংস্কৃতিক সংগ্রামের ধরন ও নানা অভিজ্ঞতা বিনিময় করবেন বিভিন্ন দেশ থেকে আসা প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। দেশের শীর্ষস্থানীয় সাংস্কৃতিক ব্যক্তি ও সংগঠনকেও আমন্ত্রণ জানানো হবে।   সারাদেশে উদীচীর তিন শতাধিক শাখা সংগঠন থেকে আসা প্রতিনিধিরাও এতে অংশ নেবেন। এছাড়া থাকবে বিভিন্ন দেশের সাংস্কৃতিক প্রতিনিধি দলের পরিবেশনা।
 
তিনদিন ধরে অংশগ্রহণকারী প্রতিনিধিদের আলোচনা ও মতামতের ভিত্তিতে তৈরি করা হবে ‘ঢাকা ঘোষণা’। এ কনভেনশনে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার এবং জাপানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সংগঠন। এছাড়া, নেপাল, চীন ও ভিয়েতনামসহ অন্যান্য দেশ থেকেও প্রতিনিধিরা কনভেনশনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
 
দক্ষিণ এশীয় সাংস্কৃতিক কনভেনশন ছাড়াও আগামী মার্চে উদীচী আয়োজন করতে যাচ্ছে ‘সত্যেন সেন গণসঙ্গীত উৎসব ও জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা’। উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা সত্যেন সেনের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও এ উৎসবের আয়োজন করছে উদীচী। গণসঙ্গীতের প্রচার ও প্রসার এবং একে একটি স্বতন্ত্র ধারা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এ উৎসবের এবার সপ্তম আয়োজন।
 
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন উদীচীর সাধারণ সম্পাদক প্রবীর সরদার। এতে উদীচীর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এসএম/এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।