ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা গ্রামে বাল্যবিয়ের আয়োজন করায় কনের মামা মো. স্বাধীন মণ্ডলকে (৪২) ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন এ আদালত পরিচালনা করেন।
জানা যায়, তাদের হুদা গ্রামের ঝন্টু জোয়ার্দ্দারের মেয়ে আফসানা নাজনিনের (১৪) সঙ্গে একই উপজেলার বৈঠাপাড়া গ্রামের ইনতাজু হকের ছেলে জাফরুল ইসলামের বিয়ে হচ্ছিল।
খবর পেয়ে ইউএনও মনিরা পারভীন দ্রুত ওই গ্রামে গিয়ে অভিযান চালালে পরিবারের অন্য সদস্যরা পালিয়ে যায়।
সে সময় কনের মামা স্বাধীন মণ্ডলকে আটক করে ইউএনও অফিসে নিয়ে যাওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ে নিরোধ আইন ১৯৯২ সালের ৫ ধারা মোতাবেক ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও মনিরা পারভীন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
আরএ