ঢাকা: বর্ষিয়ান কৌতুক অভিনেতা, মুক্তিযোদ্ধা ফরিদ আলীর চিকিৎসার পূর্ণাঙ্গ ভার নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একসময়ের শক্তিশালী এ অভিনেতা অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছেন না- এমন একটি সংবাদ কোনো একটি সংবাদমাধ্যমে জানার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা. লেনিনকে খুঁজে বের করার নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিয়ে ডা. লেনিন জানতে পারেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফরিদ আলীর চিকিৎসা চলছিলো। তবে অর্থাভাবে চিকিৎসা না চালাতে পেরে শেষ পর্যন্ত তাকে নিজ বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
পরে ডা. লেনিন তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে এখন ফরিদ আলীর পূর্ণাঙ্গ চিকিৎসা চলছে।
প্রবীণ এ মুক্তিযোদ্ধা চিকিৎসার যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী।
একসময়ের জনপ্রিয় এ কৌতুক অভিনেতা দীর্ঘদিন হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছেন।
সোমবার (৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন বাংলানিউজকে এসব কথা জানান।
বাংলাদেশ টেলিভিশনের প্রথম হাস্যরসাত্মক নাটক ‘ত্রিরত্ন’র অভিনেতা তিনি। চলচ্চিত্রে অভিষেক ‘ধারাপাত’ দিয়ে। এরপর ফরিদ আলী কাজ করেছেন ‘সংগ্রাম’, ‘গুন্ডা’, ‘রংবাজ’, ‘ঘুড্ডি’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘যে আগুনে পুড়ি’, ‘কলমীলতা’ ‘সমাধান’সহ বিভিন্ন চলচ্চিত্রে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এএ/এমএমকে