ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খালেদাকে নির্বাচনী চ্যালেঞ্জ জানালেন তরুণ এমপি শিমুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
খালেদাকে নির্বাচনী চ্যালেঞ্জ জানালেন তরুণ এমপি শিমুল

জাতীয় সংসদ ভবন থেকে: প্রথমবারের মতো নাটোর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম শিমুল। আওয়ামী লীগের এই তরুণ সংসদ সদস্য বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়াকে চ্যালেঞ্জ করে বলেছেন, ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে।

আসুন, সেই নির্বাচনে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করুন। দেখা যাক- কে হারে, কে জেতে।
 
সোমবার (৮ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিতে গিয়ে এই চ্যালেঞ্জ জানান তিনি।
 
শিমুল বলেন, আমার নাটোর এখন শান্তির শহর। একটা সময়ে নাটোর ছিলো অশান্তি আর সন্ত্রাসের জনপদ। আমি নির্বাচিত হওয়ার পর নাটোর শান্তির শহর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপির আমলে রুহুল কুদ্দুস তালুকদার দুলু জঙ্গি নেতা বাংলা ভাইকে সৃষ্টি করেছিলেন। আজকে সেই দুলু নাটোরের মাটিতে পা রাখার সাহস পান না।
 
খালেদা জিয়াকে জঙ্গি নেত্রী আখ্যায়িত করে তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভ্রান্তমূলক কথা বলছেন। মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে সন্দেহ পোষণ করছেন। আপনার এসব আচরণরে আবারো পাকিস্তান প্রীতির প্রমাণ মিলছে।
 
সরকার দলীয় আরেক সংসদ সদস্য ইসরাফিল আলম বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে নতুন বির্তক সৃষ্টি করা হচ্ছে। যারা এসব বিতর্ক তুলছেন তারা পাকিস্তানের এজেন্ট, পাকিস্তানি প্রভুদের মতোই কথা বলছেন তারা।
 
রাষ্ট্রপতির ভাষণের ওপর অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- ভূমি প্রতিমন্ত্রী (চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য) সাইফুজ্জামান চৌধুরী, বন ও পরিবশে উপমন্ত্রী (ভোলা-৪ আসনের সংসদ সদস্য) আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (জাতীয় পাটি-জেপি) সোহরাব উদ্দিন, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা, ভোলা-৩ আসনের নুরুন্নবী চৌধুরী, মৌলভীবাজার-৩ আসনের সৈয়দা সায়রা মহসীন, সংরক্ষিত-৩৬ আসনের বেগম রহিমা আখতার প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এসএম/আরএম

** ফেসবুক কর্তৃপক্ষ প্রতিটি অভিযোগ আমলে নিচ্ছে
** এআইআইবি আইন প্রণনয়নে সংসদে বিল উত্থাপন
** পদ্মা সেতুতে ভারত-জাপানের যোগান ১৬৬৫ কোটি টাকা
** ‘পাকিস্তান দুর্বৃত্তের দেশ’
** জঙ্গি অর্থায়নে সম্পৃক্ত প্রতিষ্ঠানের তালিকা প্রকাশের সুযোগ নেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।