কুমিল্লা: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় মাটিভর্তি ট্রাক্টরের ডালা খুলে পড়ে এর আঘাতে মামুন মিয়া (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার দিশাবন্দ এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত মামুন মিয়া উপজেলার দিশাবন্দ এলাকার আবু ইউসুফ মিয়ার ছেলে।
আহত দুই ছাত্র একই এলাকার বাসিন্দা। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র ভট্ট বাংলানিউজকে জানান, মাটিভর্তি ট্রাক্টরটি উপজেলার দিকে আসার সময় হঠাৎ মাটির চাপে ট্রাক্টরের একপাশের ডালা খুলে পড়ে। এ সময় ডালার আঘাতে পথচারী ওই ছাত্র নিহত হয়। আহত হয় আরো দুই ছাত্র।
ওসি আরো জানান, ট্রাক্টরটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এসআর