ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

অভয়নগরে ট্রেনের ধাক্কায় কৃষকলীগ নেতার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
অভয়নগরে ট্রেনের ধাক্কায় কৃষকলীগ নেতার মৃত্যু

যশোর: যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় আতিয়ার রহমান মোল্লা (৫৫) নামে উপজেলা কৃষক লীগের এক নেতা নিহত হয়েছেন।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভয়নগরের নওয়াপাড়া-গুয়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত আতিয়ার রহমান উপজেলার গুয়াখোলা গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা কৃষক লীগের সদস্য বলে জানা গেছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে বলেন, আতিয়ার রহমান নওয়াপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে রেল লাইন অতিক্রম করার সময় একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

তাৎক্ষণিক উদ্ধার করে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।