ধামরাই (ঢাকা): ধামরাইয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন ইরানি নাগরিককে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে ধামরাইয়ের সূয়াপুর বাজার থেকে তিন ইরানি নাগরিককে আটক করা হয়।
আটককৃতরা হলেন- কামাল (৫০), সাফা (৪০) ও আলী (৪৮)।
পুলিশ সূত্র বাংলানিউজকে জানায়, ধামরাইয়ের সূয়াপুর বাজারে স্থানীয় সফিকুল ইসলামের দোকান থেকে বিভিন্ন শাক সবজির বীজ কেনে ইরানী নাগরিক। এসময় নতুন টাকার অজুহাতে দোকান থেকে কৌশলে এক লাখ টাকা হাতিয়ে নেয়। অপরদিকে আরেক দোকানি নারায়ণ চন্দ্রের দোকান থেকেও একই কৌশলে ২২ হাজার টাকা টাকা হাতিয়ে নেয়।
এক পর্যায়ে তারা প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে দোকানিরা পরিচিত জনের সহযোগিতায় সূয়াপুরের সামনের খরারচর বাসস্ট্যান্ডে প্রাইভেটকারসহ তাদের আটক করে। পরে তাদের পুলিশের হাতে তোলে দেওয়া হয়।
পাসপোর্টে তাদের স্থায়ী ঠিকানা ইরানের তেহরানে উল্লেখ করা রয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের ছবি তুলতে দেয়নি পুলিশ।
এ সময় পুলিশ তাদের দুইজনের পাসপোর্ট জব্দ করে। আরেক জনের পাসপোর্ট সঙ্গে পাওয়া যায়নি। তাদের ব্যবহৃত ( ঢাকা-গ-১৪-৫০৭৬) প্রাইভেট কারটিও আটক করা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বাংলানিউজকে জানান, আটককৃতরা এ ধরনের কৌশল অবলম্বন করে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে একই ভাবে প্রতারণা করেছে বলে তথ্য পাওয়া গেছে।
তাদের বিরুদ্ধে ধামরাই থানায় প্রতারণার মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন পুলিশ।
বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮,২০১৬
বিএস