ঢাকা: দুর্নীতির অভিযোগে করা প্লট বরাদ্দের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মির্জা আব্বাসের করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের হাইকোর্ট বেঞ্চ সোমবার (০৮ ফেব্রুয়ারি) এ রুল জারি করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।
আর দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
মন্ত্রী থাকা কালে প্লট বরাদ্দের বিষয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ২০১৪ সালে শাহবাগ থানায় মামলা করে দুদক।
এ মামলায় তিনি গত ৬ জানুয়ারি নিম্ন আদালতে জামিন চেয়ে আত্মসমর্পণ করেন। কিন্তু আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নিম্ন আদালতে জামিন নাকচ হওয়ার পর উচ্চ আদালতে জামিন আবেদন করা হয়।
বাংলাদেশ সময়:২১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮,২০১৬
ইএস/এমএ