ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ডাকাতের হামলায় নারী নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
আশুলিয়ায় ডাকাতের হামলায় নারী নিহত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় ডাকাতদের হামলায় তাহমিনা বেগম নামে (৫৫) এক নারী নিহত হয়েছেন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার নিরিবিলি এলাকায় ফাল্গুনী হাউজিংয়ের একটি বাড়িতে এ হামলা হয়।



পুলিশ সূত্র জানায়, ফাল্গুনী হাউজিংয়ে ইউসুফ হোসেন নামে এক ব্যবসায়ীর দোতলা বাড়িতে রাতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা বাড়ির কলিং বেল দিলে তাহমিনা তার স্বামী ইউসুফ বাড়ি এসেছেন ভেবে ঘরের দরজা খুলে দেন। এসময় ডাকাতরা ঘরের ভেতরে প্রবেশ করে তাকে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করে।

তাহমিনার ছেলে মাসুদুর রহমান ডাকাতদের বাধা দিলে তারা তাকে হাত পা বেঁধে রেখে নগদ কয়েক লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায়। পালানোর সময় ডাকাতরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি করে।

পরে মাসুদুরের চিৎকারে আশপাশের লোকজন ঘরের মধ্য গিয়ে তাহমিনাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা জেলা সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ জানান, এটি ডাকাতি নাকি পূর্ব শত্রুতা সেটা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারেরও চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।