ঢাকা: মাঘের শেষের হঠাৎ বৃষ্টি ভিজিয়ে দিল রাজধানীর রাজপথ। সোমবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে শুরু হয় এ বৃষ্টি।
কয়েক মিনিটের হালকা বৃষ্টিতে ভিজে যায় পিচঢালা পথ। এই অবস্থায় নগরীতে রাতের যানবাহনের চলার গতি কমেছে কিছুটা।
মাঘের শেষ বেলায় শীতের তীব্রতাও যেন নেই, এ বৃষ্টি যেন শীতের বিদায় বার্তা নিয়েই এলো।
অবশ্য সোমবার সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসেই বৃষ্টির কথা বলা হয়েছিল। তাদের পক্ষ থেকে বলা হয়, ঢাকা ছাড়াও যশোর, কুষ্টিয়া, রাজশাহী ও রংপুরের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
কুয়াশার ব্যাপারে বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে, এর প্রভাবে রাতের তাপমাত্রা না কমে বরং ১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
হালকা এ বৃষ্টি নগরীর ধুলাবালি মুছে দিয়েছে অনেকখানি। এ কারণে হয়তো অন্যদিনের তুলনায় মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালটা খানিকটা স্বচ্ছ পাবে নগরবাসী।
বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
টিএইচ/এইচএ/