ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দাগনভূঁইয়ায় অগ্নিকাণ্ডে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
দাগনভূঁইয়ায় অগ্নিকাণ্ডে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর দাগনভূঁইয়া উপজেলার কোরাইশ মুন্সী বাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে চারটি বসতঘর ও চারটি দোকান পুড়ে গেছে।

এ ঘটনায় প্রায় ৪০ লাখাধিক টাকার মালামালের ক্ষতি হয়েছে।
 
সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কোরাইশ মুন্সী বাজার সংলগ্ন পলাশ চন্দ্র কুরীর বাড়ি থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে আগুন লাগার সঙ্গে সঙ্গে তা দ্রুত পার্শ্ববর্তী বসতঘর ও দোকানে ছড়িয়ে পড়ে। এতে তিনটি বসতঘর ছাড়াও একটি কাপড় সেলাইয়ের দোকান, ওষুধ দোকান, সারের দোকান ও কসমেটিক দোকান পুড়ে যায়।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আনোয়ার নামে ক্ষতিগ্রস্ত এক ডাক্তার জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখাধিক টাকার ক্ষতি হয়েছে ৷

দাগনভূইয়া থানার সহকারী উপ-পরির্শক (এএসআই) মোহাম্মদ আইয়ুব হোসেনও বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।