ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

থানচিতে বিপুল পরিমাণ কাঠ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
থানচিতে বিপুল পরিমাণ কাঠ জব্দ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: বান্দরবানের থানচিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই কাঠ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাস স্টেশন সংলগ্ন ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকা থেকে এ কাঠ জব্দ করা হয়

প্রশাসন সূত্রে জানা যায়, থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আনোয়ার হোসাইন ও থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এসময় সেগুন, চাপালিশ, কড়ই, গামারি নামে মূল্যবান বিভিন্ন গাছের গুড়িসহ প্রায় ৩ হাজার পিস কাঠ জব্দ করা হয়। এসব কাঠের আনুমানিক বাজার মূল্য ৭৫ লাখ টাকা।

মোহাম্মদ আনোয়ার হোসাইন বাংলানিউজকে জানান, জব্দ করা কাঠ সরকারি কোষাগারে জমা করা হয়েছে। কাঠ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
টিএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।