বান্দরবান: বান্দরবানের থানচিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই কাঠ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাস স্টেশন সংলগ্ন ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকা থেকে এ কাঠ জব্দ করা হয়
প্রশাসন সূত্রে জানা যায়, থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আনোয়ার হোসাইন ও থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
মোহাম্মদ আনোয়ার হোসাইন বাংলানিউজকে জানান, জব্দ করা কাঠ সরকারি কোষাগারে জমা করা হয়েছে। কাঠ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
টিএইচ/এইচএ/