কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ১৪০ কেজি গাঁজাসহ প্রদীপ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন মুক্তাগাছা-২।
সোমবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টার দিকে জেলা সদরের বত্রিশ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানান।
তিনি বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়ন মুক্তাগাছা-২ এর এএসপি ইব্রাহিমের নেতৃত্বে বত্রিশ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১৪০ কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ প্রদীপকে আটক করা হয়। তিনি একজন মাদক ব্যবসায়ী।
বাংলাদেশ সময় : ০৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
টিএইচ/এইচএ/