ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় ক্যাথলিক গির্জায় হামলার ঘটনায় যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
দামুড়হুদায় ক্যাথলিক গির্জায় হামলার ঘটনায় যুবক আটক প্রতীকী ছবি

চুয়াডঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় খ্রিস্টান ক্যাথলিক গির্জায় হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত সন্দেহে আবুল হোসেন (৩৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কার্পাসডাঙ্গার ঘাটপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।



আটক আবুল হোসেন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার ঘাটপাড়া গ্রামের খোরশেদ মল্লিকের ছেলে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক পুলিশ ফোর্স নিয়ে তাকে আটক করেন।

পুলিশের দাবি, আটক আবুল হোসেন ক্যাথলিক গির্জায় হামলা ও লুটপাটের সঙ্গে জড়িত। আটকের পর তাকে থানা হাজতখানায় রাখা হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

বাংলাদেশ সময়: ০৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
টিএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।