ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে ইভটিজারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
মধুপুরে ইভটিজারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে এক ছাত্রীকে ইভটিজিং করার দায়ে তার সহপাঠীরা সাদ্দাম হোসেন (২২) নামে এক ইভটিজারকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তাকে ধরে পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়।



সাদ্দাম মধুপুর উপজেলার গাংগাইর গ্রামের জুলহাস উদ্দিন ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বিদ্যালয় সংলগ্ন মাস্টার পাড়া আবাসিক এলাকার মসজিদের পাশে ওই মেয়েটির সঙ্গে অসদাচরণ করছিল সাদ্দাম। এ সময়  একজন শিক্ষক বাধা দিতে গেলে সাদ্দাম তাকে লাঞ্ছিত করে ধাক্কা দিয়ে পালানোর সময় আশপাশের শিক্ষার্থী ও জনতার হাতে পাকড়াও হয়।

পরে বিদ্যালয়ের অফিস কক্ষে নিয়ে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয় তাকে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।