ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শিল্পীর তুলিতে স্বাধীনতা যুদ্ধ

মোস্তফা ইমরুল কায়েস,স্টাফ করেসপন্ডেন্ট, | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
শিল্পীর তুলিতে স্বাধীনতা যুদ্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: একাত্তরের ৭ মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) লাখো জনতার উপস্থিতিতে স্বাধীনতার ডাক দিলেন।

দেশকে মুক্ত করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ব্রত নিয়ে তার ডাকে সাড়া দিলেন সবাই। যুদ্ধের যাওয়ার জন্য তরুণ-যুবাদের প্রস্তুতি শুরু হলো ঘরে ঘরে।

নিখুঁত তুলির আঁচড়ে স্বাধীনতাযুদ্ধের এমন প্রারম্ভসহ অগ্নিসময় এবং শেষপ্রাপ্তি ফুটিয়ে তুলেছেন চিত্রশিল্পী। কেবল তাই নয়, জননী মায়ের ভালবাসা, স্বাধীনতা, বিজয়, বিজয়োল্লাস, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রসহ নানা ইতিহাস-ঐতিহ্যের চিত্র ফুটে উঠেছে শিল্পীর ক্যানভাসে।

অপূর্ব ‍তুলির এসব চিত্র প্রদর্শিত হয়েছে রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালায় সোমবার (৮ ফেব্রুয়ারি) শেষ হওয়া চার দিনব্যাপী ঢাকা আর্ট সামিটে।

এই সামিটে অংশ নেন শিল্পী রোকেয়া সুলতানা। যুদ্ধকালে ১২ বছরের শিশু ছিলেন তিনি। তখনকার স্মৃতিই তুলির আঁচড়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন রোকেয়া।

তার চিত্রকর্ম দেখে অনুরাগীরা বলছিলেন, দীর্ঘ নয় মাসের স্বাধীনতাযুদ্ধ মাত্র কয়েকটি ফ্রেমে ফুটিয়ে তোলা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টাটি করেছেন এ শিল্পী।

তার আঁকা একটি চিত্রে দেখা যায়, মা তার হাতের অস্ত্র শিশুর হাতে তুলে দিচ্ছেন যুদ্ধে যাওয়ার জন্য। তার ওপরে বঙ্গবন্ধু হাতের আঙ্গুল উঁচিয়ে স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন।

চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে যুদ্ধের খবরে ভীত সন্ত্রস্ত্র মানুষের মুখের অভিব্যক্তি; কম্বল, বিছানা ও বালিশ মাথায় নিয়ে শরণার্থী হিসেবে নারী, পুরুষ, তরুণ-যুবা, বৃদ্ধ ও শিশুদের ভারত পাড়ি জমানোর মুহূর্ত; যুদ্ধের থমথমে পরিস্থিতি; ট্যাংকে চড়ে মুক্তিবাহিনীর বিজয়োল্লাস, স্বাধীন বাংলার আকাশে উদীয়মান সূর্যের মতো বঙ্গবন্ধু; যুদ্ধের সময় মৃত মানুষের লাশ শকুনে থাওয়ার দৃশ্য; অস্ত্র হাতে দুই নারীর যুদ্ধে যোগ দেওয়ার দৃশ্য; কৃষক-মজুর, কুলিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আত্মদান; বীরাঙ্গনাদের সম্ভ্রম হারানো ইত্যাদি।

চিত্রে তুলে ধরা হয়েছে যুদ্ধ চলমান থাকার বিষয় এবং শান্তির আহ্বানও।

আলাপে জানা যায়, রোকেয়ার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। এ কারণে যুদ্ধের পুরো সময় মায়ের সঙ্গে নিরাপদ আশ্রয়ের জন্য ঘুরতে হয়েছে তাকে। সেদিনের দিনগুলোর অনেক স্মৃতি মনে নেই। কিন্তু যতটুকু পেরেছেন ততটুকুই তুলেছেন চিত্রকর্মে।

রোকেয়া সুলতানা ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশ থেকে চিত্রশিল্পে বহু পুরস্কার পেয়েছেন। রোকেয়া ১৯৮৩ সালে আর্টের উপর মাস্টার্স ডিগ্রি অর্জন করেন বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় থেকে। এ পর্যন্ত তার ১৬টি একক ও শতাধিক যৌথ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। তার আঁকা ছবির প্রদর্শনী পোল্যান্ড, নেপাল, কোরিয়া, শ্রীলংকা, ডেনামার্ক, মালেয়শিয়া, জাপানসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এমআইকে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।