ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
চকরিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ছবি: প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারে দ্রুত বিচার আইন মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত এরশাদ উল্লাহ (৩৫) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত আটটার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।



তিনি মেধাকচ্ছপিয়ার মৃত মনিরুজ্জামানের ছেলে।

পুলিশ সূত্র জানায়, ২০১২ সালের দ্রুত বিচার আইনের একটি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি এরশাদ উল্লাহ দীর্ঘদিন পলাতক ছিলেন। সোমবার রাতে ওই আসামি বাড়িতে অবস্থান করছে এমন খবর পেয়ে পুলিশ  অভিযান চালায়। এসময় দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাকে গ্রেফতার করে।

চকরিয়া থানার ওসি মো. জহিুরুল ইসলাম খানি বাংলানিউজকে জানান, তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।