ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে বাসচাপায় মা-ছেলে নিহত

ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
মধুপুরে বাসচাপায় মা-ছেলে নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুর উপজেলার বোমা বাজার এলাকায় বাসের চাপায় ভ্যানচালক ফরহাদ (৩৫) ও তার মা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

 

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে বিক্ষুব্ধ জনতা টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছে।

নিহত ফরহাদ ওই উপজেলার বোকারকোনা গ্রামের ইয়াদ আলীর ছেলে। তবে তার মায়ের নাম জানা যায়নি। আহত আশরাফুল ইসলাম (৩২) একই গ্রামের সুইখার ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
 
মধুপুর ফায়ার স্টেশন কর্মকর্তা এসকে তুহিন বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, টাঙ্গাইল থেকে প্রান্তিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস ময়মনসিংহ যাওয়ার পথে মধুপুরের বোমা বাজার এলাকায় একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ফরহাদ ও তার মায়ের মৃত্যু হয় এবং আশরাফুল গুরুতর আহত হয়।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।